বৌদ্ধ দর্শন ৭
" উর্ধ পূর্ণ মধঃ পূর্ণং মধ্য পূর্ণং যদাত্মকং
সর্ব পূর্ণং স আত্মেতি সমাধিস্থস্য লক্ষ্ণম "
বুদ্ধ বললেন -
সব্ব দানং ধম্ম দানং জিনাতি
সব্বং রসং ধম্মরসো জিনাতি
সব্বং রতিং ধম্মরতি জিনাতি
তণহক খয়ো সব্বদুকখং জিনাতি।
সকল দানের মধ্যে ধর্ম দান বিজয়ী। কারন ধর্ম দান হল সর্ব শ্রেষ্ঠ। সেরূপ সকল রসের মধ্যে ধর্ম রস, সকল রতির মধ্যে ধর্মরতি শ্রেষ্ঠ। আর যার তৃষ্ণা ক্ষয় হয়েছে সে সর্ব দুঃখকে পরাভূত করেছে।
বুদ্ধ আরো জানালেন -
আক্কোধেন জিনে কোধং আসাধুং সাধু না জিনে
জিনে কদারিয়ং দানেন সচ্চে নালিক বাদিনং।
আর্থাত্ ক্রোধকে অক্রোধ দ্বারা, অসাধুকে সাধুতার দ্বারা এবং মিথ্যাবাদীকে সত্য দ্বারা জয় করতে হবে।
যে সব হঠযোগী জাতীয় সাধুরা নিদারূণ শারীরিক নির্যাতনের মাধ্যমে সাধন-ভজন করেন তাদের বুদ্ধ জানালেন, সংসারে দুঃখের অভাব নেই। অকারণ কষ্ট বাড়িয়ে লাভ কি ?
বললেন -
---অসোকং বিরজং খেমং এতং মঙ্গল মুত্তমম --
লাভ, ক্ষতি, নিন্দা, প্রশংসা - এসবে যার চিত্ত কম্পিত হয় না, যার মনে মলিনতা নেই, কোন ভয় নেই, সে মঙ্গলের সন্ধান পেয়েছে ।
আরও বললেন, যে আসক্ত মানুষদের মধ্যে আমরা অনাসক্ত হয়ে জীবন-যাপন করব ও বিচরণ করব।
উপাসক বা তপস্বীরা কেমন হবেন সে বিষয়ে তিনি জানালেন -
' তপস্বীরা সাধারণভাবে সন্তুষ্ট-চিত্ত হবেন। অল্পেই তার ভরণ হবে। নিরুদবেগ, অল্পভোজী, শান্ত-ইন্দ্রিয় হবেন। সদবিবেচক, অপ্রগল্ভ এবং সংসারে অনাসক্ত হবেন।
যারা তার শিষ্যত্ব গ্রহণ কলেন তাদের মধ্যে যারা তপস্বী হলেন তাদের তিনি 'ভিক্ষুক' সম্বোধন করলেন। তাদের বললেন -
' চরথ ভিক্ষবে চাবিকং বহুজনহিতায় বহুজনসুখায় লোকানুকম্পায় ----
ভিক্ষুকদের বহুজনের হিতার্থে, বহুজনের সুখের ও কল্যানের জন্য দিকেদিকে যেতে বললেন।
জানালেন, ' মা একেন দ্বে অগমিত্থ' অর্থাত্ দুজন একপথে যেও না।
এবং ঘোষণা করলেন যে,
' আপনারা কুটিল কুপথ ছেড়ে সরল সত্পথে চলতে অভ্যাস করুন। আপনাদের নিজেদের মুক্তি নিজেদের হাতে। অন্যকে হিংসা করা দুর্বলতা। আমি বলছি মুক্তি বা নির্বাণ আপনাদের করতলগত।'
মগধে ধর্ম জোয়ার এসে গেল।
-ক্রমশঃ
সর্ব পূর্ণং স আত্মেতি সমাধিস্থস্য লক্ষ্ণম "
বুদ্ধ বললেন -
সব্ব দানং ধম্ম দানং জিনাতি
সব্বং রসং ধম্মরসো জিনাতি
সব্বং রতিং ধম্মরতি জিনাতি
তণহক খয়ো সব্বদুকখং জিনাতি।
সকল দানের মধ্যে ধর্ম দান বিজয়ী। কারন ধর্ম দান হল সর্ব শ্রেষ্ঠ। সেরূপ সকল রসের মধ্যে ধর্ম রস, সকল রতির মধ্যে ধর্মরতি শ্রেষ্ঠ। আর যার তৃষ্ণা ক্ষয় হয়েছে সে সর্ব দুঃখকে পরাভূত করেছে।
বুদ্ধ আরো জানালেন -
আক্কোধেন জিনে কোধং আসাধুং সাধু না জিনে
জিনে কদারিয়ং দানেন সচ্চে নালিক বাদিনং।
আর্থাত্ ক্রোধকে অক্রোধ দ্বারা, অসাধুকে সাধুতার দ্বারা এবং মিথ্যাবাদীকে সত্য দ্বারা জয় করতে হবে।
যে সব হঠযোগী জাতীয় সাধুরা নিদারূণ শারীরিক নির্যাতনের মাধ্যমে সাধন-ভজন করেন তাদের বুদ্ধ জানালেন, সংসারে দুঃখের অভাব নেই। অকারণ কষ্ট বাড়িয়ে লাভ কি ?
বললেন -
---অসোকং বিরজং খেমং এতং মঙ্গল মুত্তমম --
লাভ, ক্ষতি, নিন্দা, প্রশংসা - এসবে যার চিত্ত কম্পিত হয় না, যার মনে মলিনতা নেই, কোন ভয় নেই, সে মঙ্গলের সন্ধান পেয়েছে ।
আরও বললেন, যে আসক্ত মানুষদের মধ্যে আমরা অনাসক্ত হয়ে জীবন-যাপন করব ও বিচরণ করব।
উপাসক বা তপস্বীরা কেমন হবেন সে বিষয়ে তিনি জানালেন -
' তপস্বীরা সাধারণভাবে সন্তুষ্ট-চিত্ত হবেন। অল্পেই তার ভরণ হবে। নিরুদবেগ, অল্পভোজী, শান্ত-ইন্দ্রিয় হবেন। সদবিবেচক, অপ্রগল্ভ এবং সংসারে অনাসক্ত হবেন।
যারা তার শিষ্যত্ব গ্রহণ কলেন তাদের মধ্যে যারা তপস্বী হলেন তাদের তিনি 'ভিক্ষুক' সম্বোধন করলেন। তাদের বললেন -
' চরথ ভিক্ষবে চাবিকং বহুজনহিতায় বহুজনসুখায় লোকানুকম্পায় ----
ভিক্ষুকদের বহুজনের হিতার্থে, বহুজনের সুখের ও কল্যানের জন্য দিকেদিকে যেতে বললেন।
জানালেন, ' মা একেন দ্বে অগমিত্থ' অর্থাত্ দুজন একপথে যেও না।
এবং ঘোষণা করলেন যে,
' আপনারা কুটিল কুপথ ছেড়ে সরল সত্পথে চলতে অভ্যাস করুন। আপনাদের নিজেদের মুক্তি নিজেদের হাতে। অন্যকে হিংসা করা দুর্বলতা। আমি বলছি মুক্তি বা নির্বাণ আপনাদের করতলগত।'
মগধে ধর্ম জোয়ার এসে গেল।
-ক্রমশঃ
Comments
Post a Comment